UI/UX ডিজাইন শিখে ক্যারিয়ার গড়ার এখনই সেরা সময়

Created by UY LAB in Graphic Design 9 Oct 2023
Share

বর্তমানে আমরা কম্পিউটার, স্মার্টফোনের মতো ডিজিটাল ডিভাইসগুলো অনেক বেশি ব্যবহার করে থাকি স্মার্টফোন তো আমাদের এখন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠছে তাই একজন ব্যবহারকারীকে এই ধরণের ডিভাইসগুলো ও তার মধ্যে থাকা অ্যাপস, সফটওয়্যার ব্যবহারের সব থেকে সুন্দর এবং উপভোগ করার মতো অভিজ্ঞতা দিতে UI/UX ডিজাইনের বিকল্প নেই। 

UI/UX ডিজাইনের বর্তমানে ব্যাপক চাহিদা রয়েছে। যার পরিপ্রেক্ষিতে আপনি যদি এই ধরণের ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে কাজ করতে চান তবে কাজ করতে পারেন কেননা মার্কেটপ্লেসগুলোতে ইন্টারফেস ডিজাইনারদের প্রচুর চাহিদা রয়েছে। তাছাড়া অনেক ধরণের প্রতিষ্ঠান বর্তমানে তাদের অ্যাপস, সফটওয়্যার এর ডিজাইনের জন্য ইন্টারফেস ডিজাইনার নিয়োগ দিচ্ছে। 

UI ডিজাইন কি ?

UI যার পূর্ণরূপ হচ্ছে "ইউজার ইন্টারফেস"। আমরা যখন কোনো অ্যাপস, সফটওয়্যার বা কম্পিউটার ,মোবাইলের মতো ডিভাইসগুলো ওপেন করলে যে ধরণের ইন্টারফেস দেখতে পাই তাই হলো মূলত UI। ইন্টারফেসের সুন্দর ডিজাইন একজন ইউজারকে খুবই ভালো একটি এক্সপেরিয়েন্স দিতে সক্ষম। 

UX ডিজাইন কি ?

ডোনাল্ড নরম্যান কে UX ডিজাইনের জনক বলা হয়। UX হলো "ইউজার এক্সপেরিয়েন্স"। আমরা আমাদের ডিজিটাল জগতে যত ধরণের অ্যাপস, সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম ব্যবহার করে থাকি সে জিনিসগুলো ব্যবহার করতে গিয়ে আমার যে ধরণের অভিজ্ঞতা পাই আমাদের মধ্যে ভালো বা খারাপ যে ধরণেরই অভিজ্ঞতা হোক না কেন তাই হচ্ছে মূলত ইউজার এক্সপেরিয়েন্স বা UX। 

UI/UX ডিজাইন কিভাবে শিখবো? 

UI/UX ডিজাইন বর্তমানে খুবই চাহিদাসম্পূর্ণ একটি স্কিল। ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে এই কাজের প্রচুর চাহিদা রয়েছে। যার জন্য বর্তমানে অনেকে UI/UX ডিজাইন শিখে ক্যারিয়ার গড়তে চায়।তাই এ UI/UX ডিজাইন কিভাবে শিখতে পারবেন সে সম্পর্কে আলোচনা করা হলো। 

বেসিক সম্পর্কে জানা : UI/UX ডিজাইন শিখার পূর্বে এই সম্পর্কে আগে বিস্তারিত জানুন। বিভিন্ন ইউটিউব ভিডিও দেখে বা ব্লগ, আর্টিকেল পড়ে এই সম্পর্কে অনেক তথ্য পাবেন যার ফলে আপনি এই ধরণের ডিজাইন সম্পর্কে অনেক ভালো ধারণা পেতে পারেন যা আপনি শিখার ক্ষেত্রে কাজে লাগাতে পারবেন। 

সাধারণ জিনিসগুলো শিখুন : আপনি যদি একজন  UI/UX ডিজাইনার হিসেবে নিজেকে গড়ে তুলতে চান তবে এই ডিজাইন গুলোর প্রথম সাধারণ যে ধাপগুলো রয়েছে তা শিখতে হবে যেমন : লেআউট, টাইপোগ্রাফি, কালার এবং ভিজ্যুয়াল। এই কাজগুলো UI/UX ডিজাইনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

মানুষের পছন্দোমতো ডিজাইন : আপনি যখন কোনো একটি ডিজাইন তৈরী করবেন তখন আপনি অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে যে মানুষ কোন ধরণের ডিজাইন বেশি পছন্দ করে। আর সেজন্য আপনি যে ধরণের ডিজাইন দিয়ে তৈরী UI/UX গুলো মানুষ অনেক বেশি পছন্দ করছে আপনাকেও সে অনুযায়ী চিন্তা করতে হবে এবং ডিজাইন তৈরী করতে হবে। 

টুলস এবং সফটওয়্যার : UI/UX ডিজাইনের জন্য কিছু টুলস এবং সফটওয়্যারের কাজ শিখতে হবে কেননা সফটওয়্যার এবং টুলস ছাড়া ডিজাইন তৈরী করতে পারবেন না। এ ক্ষেত্রে Figma, Adobe XD, Sketch InVision, Axure RP, Balsamiq, Proto.io এই ধরণের সফটওয়্যার , টুলসগুলো ব্যবহার শিখে UI/UX ডিজাইন তৈরী করা যায়।

HTML/CSS এর উপর ধক্ষতা : যদিও UI/UX ডিজাইনারদের এই ধরণের কাজ শিখতে হয় না কিন্তু প্রাথমিক ধারণা থাকলে সেটি ডেভেলপারদের সাথে একসাথে কাজের সময় উপকার হয়। 

অনলাইন কোর্স এবং টিউটোরিয়াল : বিভিন্ন অনলাইন কোর্স বা ইউটিউব দেখে এখন অনেক কিছু শেখা যায় তেমন ভাবেও চাইলে আপনি শিখতে পারেন। 

অনুশীলন করা : আপনি তখনি কোনো একটি কাজ ভালোভাবে শিখতে পারবেন যখন আপনি সে কাজটি বার বার অনুশীলন করতে থাকবেন। কেননা অনুশীলনের মাধ্যমে আপনি নিজেকে যেকোনো কাজে ভালো হিসেবে গড়ে তুলতে পারবেন। 

এই ধাপগুলো অনুসরণ করে আপনি শুরু করে দিতে পারেন আপনার UI/UX ডিজাইনার হওয়ার পথচলা। যা ভবিষতে ক্যারিয়ার গড়তে আপনাকে অনেক বেশি সাহায্য করবে।

UI এবং UX ডিজাইন দুটি কি আলাদা ?

হ্যা দুটি আলাদা দুটি জিনিস কেননা UI হচ্ছে "ইউজার ইন্টারফেস" এবং অপরদিকে UX হচ্ছে  "ইউজার এক্সপেরিয়েন্স"। আমরা অ্যাপস, সফটওয়্যার ব্যবহারের সময় যে ধরণের ইন্টারফেস দেখতে পাই তাই হলো UI। আর UX হচ্ছে ব্যবহারকারীকে অনেক ভালো ইউজার ফ্রেন্ডলি এক্সপেরিয়েন্স দিতে ডিজাইন করা হয়। অনেকের ধারণা যদিও UI/UX ডিজাইন একই জিনিস কিন্তু আদতে দুটি ভিন্ন দুটি জিনিস। 

 UI/UX কেন দরকারি?

বর্তমানে ডিজিটাল দুনিয়ায় আমাদের ডিভাইসগুলোকে সুন্দরভাবে সাজানোর জন্য UI/UX ডিজাইন করতে হয়। যা করে করে একজন ডিজাইনার তার ডিজিটাল পণ্য গুলোকে অনেক বেশি আকর্ষণীয় করে তুলতে পারে। একজন ব্যবহারকারী যদি আপনার তৈরী  অ্যাপস, সফটওয়্যার ব্যবহার করে অনেক ভালো ইউজার ফ্রেন্ডলি এক্সপেরিয়েন্স পায় তখন সে আপনার উক্ত ডিজিটাল প্রডাক্টির উপর আগ্রহী হয়ে উঠে সে তখন আপনার অ্যাপস, সফটওয়্যার ব্যবহারের পরিমান আরো অনেক বাড়িয়ে দে।    

গ্রাহককে আকৃষ্ট করতে : আপনি যখন সুন্দর UI/UX ডিজাইনে করবেন তখন একজন ব্যবহারকারী আপনার অ্যাপস, সফটওয়্যার বা অপারেটিং সিস্টেম ব্যবহার করে সেটি ব্যবহারের প্রতি যেমন অনেক বেশি আগ্রহী হয়ে উঠবে তেমন সে অন্য একজন ব্যবহারকারিকেও তা ব্যবহার করতে উৎসাহিত করবে তার ফলে আপনার মাধ্যমটি সকলের কাছে যেমন জনপ্রিয় হয়ে উঠবে তেমনি আপনি সেখান থাকে অনেক ভালো ইনকামও করতে পারবেন। 

ব্যবহার সহজ করতে : UI/UX ডিজাইন যত সুন্দর ও সহজে ব্যবহারযোগ্য করে ব্যবহারের জন্য ডিজাইন করতে পারবেন সবাই সেটির প্রতি অনেক বেশি আকৃষ্ট হবে। কেননা সব ব্যবহারকারী চায় যে কোনো সিস্টেমের সহজ ব্যবহার। 

ত্রুটি হ্রাস ও পরিকল্পিত : আপনি যখন ভালোমানের UI/UX ডিজাইন করবেন তখন যাতে সে ডিজাইনটিতে কোনো ধরণের ত্রুটি না থাকে সে বিষয়টি ভালোভাবে পর্যবেক্ষণ করবেন ও আপনার কাছে আপনার ডিজাইনের জন্য একটি ভালো পরিকল্পনা থাকবে যা আপনার ডিজাইনটিকে সফল হতে সাহায্য করবে। 

ব্র্যান্ড ইমেজ : একটি পরিকল্পিত ইউজার ফ্রেন্ডলি UI এবং UX আপনার ডিজিটাল পণ্য বা সিস্টেমকে একটি ব্র্যান্ড হিসেবে তুলে ধরতে সাহায্য করে। 

ক্যারিয়ার হিসেবে UI/UX ডিজাইন কেমন :

বর্তমান এই প্রতিযোগিতার যুগে আপনার ডিজিটাল স্কিলগুলো আপনাকে অন্য অনেকের চাইতে আলাদা করবে। UI/UX ডিজাইন বর্তমান যুগের অন্যতম চাহিদাসম্পূর্ণ একটি ডিজিটাল স্কিল যা ক্যারিয়ার গড়তে আপনাকে অনেক বেশি সাহায্য করবে। এই কাজটি শিখে আপনি যেমন ভালো ভালো প্রতিষ্ঠানে খুবই ভালো বেতনে একজন UI/UX ডিজাইনার হিসেবে কাজ করতে পারবেন পাশাপাশি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে কাজ করেও ভালো পরিমানে ইনকাম করতে পারবেন যা আপনাকে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলতে সাহায্য করবে। 

কেননা বর্তমান যুগ বা ভবিষৎ যুগ হচ্ছে ডিজিটাল স্কিল নির্ভর কাজের সময়। আর তাই আপনি ডিজিটাল দুনিয়াতে নিজেকে যত ভালো স্কীলড করে গড়ে তুলতে পারবেন আপনার ভবিষৎ তত বেশি সুন্দর এবং সচ্ছল হবে। আর তাই সেক্ষেত্রে UI/UX ডিজাইন হতে পারে আপনার সেই কাঙ্খিত স্কিলটি যা আপনার ভবিষৎ গড়ে দিতে পারে। 

একটি রিপোর্ট অনুসারে ২০২৩ সালে গ্লোবালি UI/UX ডিজাইন এর মার্কেট সাইজ ৯৬০.১৮ মিলিয়ন ডলার যার বার্ষিক বৃদ্ধির হার ২২.২৫% যা ২৭ সাল নাগাদ ৩২০৫.১৫ মিলিয়ন ডলারেরও বেশি হবে বলে ধারণা করা হচ্ছে। যেটি আমাদের UI/UX মার্কেট দিনে দিনে কতটা চাহিদাসম্পূর্ণ হয়ে উঠছে তা বুঝতে সাহায্য করে। 

তাই UI/UX ডিজাইনে ক্যারিয়ার গড়ার যে সেরা সময় এটি তা বুঝতে কোনো বিজ্ঞানী হওয়ার প্রয়োজন পড়বে না আমাদের। তাই দেরি না করে আপনি যদি একজন UI/UX ডিজাইনার হতে চান তবে শুরু করে দিন আপনার জার্নি।  

 

Comments (0)

Share

Share this post with others

অনলাইন কোর্সে ১০০% স্কলারশিপের সুযোগ

অনলাইন কোর্সে ১০০% স্কলারশিপের সুযোগ

আসন সংখ্যার উপর ভিত্তি করে ইউ ওয়াই ল্যাবের সকল অনলাইন কোর্সে পাবেন ১০০% স্কলারশিপ! আসন নিশ্চিত করতে রেজিঃ করুন এখনই।