ফেইসবুক থেকে আয় করার ১০ টি উপায়

Created by UY LAB in Digital Marketing 12 Oct 2023
Share

আজকের এই ডিজিটাল বিশ্বে অনলাইনে অর্থ উপার্জন এর সুযোগ সত্যই সীমাহীন। ফেইসবুক থেকে আয় করার উপায় সম্পর্কে জানার আগে ফেইসবুক নিয়ে জানতে হবে। ফেইসবুক, বিশ্বের অন্যতম প্রধান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলির মধ্যে একটি। এখানে অর্থ উপার্জনের বিভিন্ন উপায় রয়েছে। ছোট থেকে বড় সকলেই  তাদের আর্থিক সম্ভাবনা উন্নত করতে Facebook-এর শক্তিকে কাজে লাগাচ্ছে। আমরা এখন জানবো , ফেইসবুক  এ  অর্থ উপার্জনের দশটি অনন্য উপায় ।


ফেসবুক থেকে আয় করার ১০ টি উপায়:


Affiliate  Marketing  


অ্যাফিলিয়েট মার্কেটিং মূলত প্রোডাক্ট  বা সার্ভিস এর  বিজ্ঞাপন এবং আপনার রেফারেলের মাধ্যমে করা প্রতিটি বিক্রয়ের উপর একটি কমিশন পাবেন ।অর্থাৎ অ্যাফিলিয়েট মার্কেটিং হল এমন এক অনলাইন প্লাটফর্ম যেখানে আপনি নামিদামি অনলাইন কোম্পানিগুলোর “এফিলিয়াতে  প্রোগ্রাম ” অপশনে গিয়ে রেজিস্ট্রেশন করে তাদের প্রোডাক্টস   ও সার্ভিস  গুলি প্রচার করে দিবেন। তারা আপনাকে একটি লিংক দিবেন যা শুধু মাত্র আপনার ব্যবহারের জন্য।   আপনার ব্যক্তিগত ফেসবুক পেজে প্রোডাক্ট  বা সার্ভিস এর জন্য তৈরি অ্যাফিলিয়েট  লিঙ্ক  শেয়ার করুন।  যদি  শ্রোতারা আপনার লিঙ্কের মাধ্যমে ক্রয় করে তবে আপনি একটি কমিশন পাবেন৷ এই ভাবেই আপনি ফেইসবুক থেকে অ্যাফিলিয়েট মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। 

Sponsored  Posts  

এটি অনেক কাজে দেয় যে , আপনি চাইলে স্পনসর করা পোস্টগুলির জন্য তাদের ব্যবসার প্রচার এ  সহযোগিতা করতে পারেন।স্পনসর করা পোস্টগুলির  সম্পর্কে ভালো ভাবে জেনে  আপনার ফেসবুক পেজের শ্রোতাদের কাছে তাদের প্রোডাক্টস  ও সার্ভিস গুলি প্রচার করুন। এর বিনিময়ে, আপনি অর্থপ্রদান বা বিনামূল্যে পণ্য প্রদান করবে । তবে হা নিশ্চিত করুন যে স্পনসর করা বিষয়বস্তু আপনার অডিয়েন্স দের  আগ্রহের  সাথে সারিবদ্ধ বা সম্পর্কিত কি না ? যদি সম্পর্কিত হয় তাহলে  স্পনসর করা পোস্ট এর বিষয়বস্তু প্রচার করে আয় করতে পারেন ।

Facebook Marketplace 

ফেসবুক মার্কেটপ্লেস  একটি চমৎকার প্ল্যাটফর্ম লোকাল প্রোডাক্ট  বিক্রি করার জন্য । আপনার আশেপাশে থাকা ঐতিহ্যবাহী খাবার ,হস্তনির্মিত কারুশিল্প বা ব্যবহৃত জিনিসপত্র যাই  থাকুক না কেন, আপনি সেগুলিকে মার্কেটপ্লেসে বিক্রয়ের জন্য তৈরি করতে পারেন।  খুব সহজে ফেসবুক মার্কেটপ্লেস থেকে আপনার লোকাল ঐতিহ্যবাহী প্রোডাক্ট বিক্রয় করতে পারবেন। এটি গ্রামের  অপরিচিত প্রোডাক কে বিজনেস এ  পরিণত করার এটি একটি সহজ উপায়।এবং নিজেকে পরিচিত করতে পারেন সফল ব্যবসায়ী হিসাবে। 

Content Creation 

আকর্ষণীয় বিষয়বস্তু তৈরি করাই অনুসরণকারীদের আকৃষ্ট করার মূল চাবিকাঠি। আপনি যদি মন হরণ করে এমন ভিডিও, আর্টিকেল বা ছবি তৈরি করতে পারেন, তাহলে আপনি বিজ্ঞাপনের মাধ্যমে ফেসবুক থেকে আয় করতে পারেন। আপনার কন্টেন্ট যত বেশি ভিউ এবং ট্র্যাফিক পাবে, আপনি ততো  বেশি উপার্জন করতে পারবেন।অধিকাংশ কনটেন্ট   ক্রিয়েটর  , লেখক ,আর্টিস্ট তাদের ফেইসবুক পেজ থেকে  বিজ্ঞাপন দিয়ে ইনকাম করছে।  শুধু মাত্র আকর্ষণীয়   বিষয়বস্তু তৈরি  করে অনুসরণকারীদের আকৃষ্ট করার মধ্যে দিয়ে ইনকামের পথ উন্মুক্ত হয়েছে। আপনিও শুরু করুন আকর্ষণীয় কনটেন্ট তৈরি এবং ফেইসবুক থেকে সহজে  ইনকাম করুন ।

Online Coaching 

বর্তমান অনেক শিক্ষিত বাকের যুবক প্রতিষ্ঠিত হয়েছে অনলাইন কোচিং বা শিক্ষকতা করিয়ে ।ফেইসবুক এর মতো  সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এ অনলাইন কোচিং বা পরামর্শের মাধ্যমে আপনার জ্ঞান এবং দক্ষতা শেয়ার করুন। আপনি ফিটনেস, রান্না বা অন্য যেকোন ক্ষেত্রে বিশেষজ্ঞই হোন না কেন,তা  ফেইসবুক  অনুসারীদের মাঝে আপনি আপনার ফেইসবুক  অনুসারীদের কে ফ্রিতে পরামর্শ প্রদান করুন। এতে করে অনুসারীদের মাঝে  আপনার পরিষেবাগুলি অফার করতে পারেন ৷ 

Facebook Groups 

সর্ব প্রথম আপনার আগ্রহ বা দক্ষতার সাথে সম্পর্কিত একটি ফেইসবুক  গ্রুপ তৈরি করুন । অনেক সংখক লোক নিয়ে  গড়ে তুলতে হবে  ফেইসবুক  গ্রুপ  এবং সেখানে  একচেটিয়া বিষয়বস্তু বা দক্ষতা অফার  করতে পারেন এবং গ্ৰুপে বিজ্ঞাপন  দিয়ে ইনকাম করতে পারেন।   মনে রাখতে হবে যে আপনার দক্ষতা সম্পর্কিত বিষয়গুলো নিষ্ঠার সাথে সার্ভিস দিয়ে যেতে হবে।  যাতে করে আপনার অর্ডিয়েন্স চলে না যা।  

Crowdfunding  

ক্রাউডফান্ডিং এর বিশেষ বৈশিষ্ট্য অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে বিপুল সংখ্যক লোকের কাছ থেকে অল্প পরিমাণ অর্থ সংগ্রহ করে  তা  প্রকল্প, উদ্যোগের অর্থায়নের জন্য একটি আধুনিক এবং উদ্ভাবনী পদ্ধতি।Kickstarter এবং Indiegogo-এর মতো প্ল্যাটফর্মগুলি আপনাকে আপনার প্রকল্প এবং ধারণাগুলিকে অর্থায়ন করতে দেয়। আপনি আপনার ক্রাউডফান্ডিং প্রচারাভিযানের প্রচার করতে আপনার ফেইসবুক  নেটওয়ার্কের সুবিধা নিতে পারেন এবং আপনার প্রচেষ্টাকে সার্থক  করার জন্য আপনার বন্ধু এবং শুভাকাঙ্ক্ষী উৎসাহিত করতে পারেন।এর মাধ্যমে  বাড়তি আয় করতে পারেন। 

Event Promotion 

ফেইসবুক -এ ইভেন্ট  প্রমোশন   আপনার আসন্ন ইভেন্টের জন্য একটি বড় এবং লক্ষ্যযুক্ত অডিয়েন্স এর কাছে পৌঁছানোর জন্য একটি শক্তিশালী  মাধ্যম এবং সাশ্রয়ী কৌশল হতে পারে ।ধরুন আপনি একটি স্থানীয় কনসার্ট বা একটি ব্যবসায়িক সেমিনার বা একটি দাতব্য তহবিল সংগ্রহকারী বা অন্য যে কোনো ধরনের ইভেন্টের পরিকল্পনা জন্য কোথায় ইভেন্ট করবেন ? নিশ্চয়ই ফেসবুকে।হা ফেইসবুক  সচেতনতা তৈরি করতে এবং আগ্রহ তৈরি করার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান কর।  আর আপনার যদি ইভেন্ট পরিকল্পনার অভিজ্ঞতা থাকে বা স্কিলেট হন  তবে আপনি ইভেন্ট, ওয়ার্কশপ বা ওয়েবিনারের টিকিট প্রচার এবং বিক্রি করতে ফেইসবুক  ব্যবহার করতে পারেন। ফেইসবুক -এর ইভেন্ট তৈরি এবং প্রচারের সরঞ্জামগুলি আপনাকে আরও বৃহত্তর দর্শকদের কাছে পৌঁছাতে সাহায্য করতে পারে৷ সুতরাং এসবের মাধ্যমে ইনকাম করতে পারবেন। 

Sell Your Art 

আপনি যদি শিল্পী এবং কারিগর হন তাহলে  ফেসবুকে আপনার সৃষ্টি প্রদর্শন এবং বিক্রি করতে পারেন। ফেসবুকে আপনার কাজের উচ্চ-মানের ছবি পোস্ট করুন, আপনার দর্শকদের সাথে যুক্ত হন এবং আগ্রহী ক্রেতাদের আপনার শিল্প কেনার জন্য একটি সহজ উপায় প্রদান করুন। আর আর মাধ্যমে ইনকাম করতে পারবেন।

Influencer Marketing 

Facebook-এ সোশ্যাল মিডিয়া প্রভাবশালী বা ইনফ্লুয়েন্সার  হওয়া লাভজনক ।এখানে  আপনার ব্যক্তিগত ব্র্যান্ড তৈরি করতে হবে এবং সকলের কাজে প্রিয় হতে চেষ্টা করুন। সমাজে  জনপ্রিয়তা অর্জন  করতে  হবে।  এরপর আপনি আপনার পছন্দ মতো কোম্পানির প্রোডাক্টের বিজ্ঞাপন করে ইনকাম করতে পারেন , আমরা ফেইসবুক  থেকে আয় করার এই দশটি উদ্ভাবনী উপায় নিয়ে জানলাম , আর এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে সাফল্য রাতারাতি নাও হতে পারে। এখানে সফল হতে আপনার দর্শকদের সাথে বিশ্বাস স্থাপন করার জন্য সময় এবং প্রচেষ্টা লাগে । ধারাবাহিকতা এবং সত্যতা আপনার উপার্জনের সম্ভাবনাকে সর্বাধিক করার জন্য চাবিকাঠি।

Comments (0)

Share

Share this post with others

অনলাইন কোর্সে ১০০% স্কলারশিপের সুযোগ

অনলাইন কোর্সে ১০০% স্কলারশিপের সুযোগ

আসন সংখ্যার উপর ভিত্তি করে ইউ ওয়াই ল্যাবের সকল অনলাইন কোর্সে পাবেন ১০০% স্কলারশিপ! আসন নিশ্চিত করতে রেজিঃ করুন এখনই।