বর্তমানে আমরা একটি কথা প্রায় সময় শুনে থাকি তা হলো (SEO)। এসইও হচ্ছে মূলত গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিনে নিজের ওয়েবসাইটটিকে র্যাঙ্ক করানোর পদ্ধতি। যার মাধ্যমে আপনি যেকোনো ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারবেন সার্চ ইঞ্জিনের নিয়মকানুনগুলো ঠিকভাবে পালন করে। তবে এই এসইও এর মধ্যেও ধাপ রয়েছে যেমন : On Page SEO, Of-Page SEO ও Technical SEO। যার মধ্যে আমরা যারা এই সম্পর্কে কিছুটা ধারণা রাখি তারা অন পেইজ এসইও,অফ পেইজ এসইও এর কথা অনেক বেশি শুনে থাকি কিন্তু ওই ২ টি এসইও এর মতো টেকনিক্যাল এসইও সমান গুরুত্বপূর্ণ। আজ আমরা টেকনিক্যাল এসইও সম্পর্কে জানবো যা এসইও করার অনেক গুরুত্বপূর্ণ একটি ধাপ।
টেকনিক্যাল এসইও কী?
টেকনিক্যাল এসইও হচ্ছে একটি ওয়েবসাইটের আমরা যা কিছু দৃশ্যমান দেখতে পাই এবং ওই ওয়েবসাইটের টেকনিক্যাল দিকগুলো অপ্টিমাইজেশনকে বোঝায়। প্রযুক্তিগত এসইও ওয়েবসাইটের টেকনিক্যাল দিকগুলোর উপর ফোকাস করে ওয়েবসাইটকে গুগল,বিং এবং ইয়াহুর মতো সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করতে সাহায্য করে।Website Speed, Website Structure and Navigation,XML Sitemaps,URL Structure,Technical Audits এই সমস্ত জিনিস টেকনিক্যাল এসইও এর মধ্যে পড়ে।
তাই এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো মাথায় রেখে On Page SEO, Of-Page SEO এর পাশাপাশি Technical SEO এর মতো খুবই প্রয়োজনীয় এসইও আমাদের করতে হবে। তবেই আমরা নিজেদের ওয়েবসাইট বা আমাদের ক্লায়েন্ট এর ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় র্যাঙ্ক করার পাশাপাশি অনেক বেশি ট্র্যাফিক ওয়েবসাইট এ আনার মাধ্যমে নিজেদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পোঁছানোর জন্য এগিয়ে যেতে পারবো।
টেকনিক্যাল এসইও কীভাবে করতে হয়
বর্তমান সময়ে ওয়েবসাইট ভালোভাবে র্যাঙ্ক করানোর জন্য এসইও সবথেকে গুরুত্বপূর্ণ একটি পার্ট। কেননা ভালোভাবে এসইও না করলে ওয়েবসাইট র্যাঙ্ক করানো সম্ভব নয়। ওয়েবসাইট র্যাঙ্ক করানোর জন্য প্রযুক্তিগত এসইও খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়।এই প্রযুক্তিগত এসইও কীভাবে করতে হয় সে সম্পর্কে আমার এখন জানবো।
Website Speed Optimization: ওয়েবসাইটের পেইজের লোডিং স্পিড কমিয়ে ওয়েবসাইটকে ফাস্ট করতে ছবি এবং অন্যান্য মিডিয়া ফাইলগুলো অপ্টিমাইজ করা। তাছাড়া দ্রুত সময়ের মধ্যে ভিজিটর যাতে পেইজ পরিবর্তন করতে পারে সেজন্য ওয়েবসাইটের ক্যাশ সমৃদ্ধ করা।
Mobile Optimization: আপনার ওয়েবসাইটকে যাতে মোবাইল ফ্রেন্ডলি করে তোলা যায় সেভাবে অপ্টিমাইজ করা। কেননা বর্তমানে মানুষ কম্পিউটার থেকেও মোবাইল দিয়ে ওয়েবসাইটগুলো বেশি ব্রাউজিং করছে। তাই মোবাইল দিয়ে যখন আপনার ওয়েবসাইটটি ওপেন করা হবে তখন সেটি যেন মোবাইলের আকারের হয় সেদিকে খেয়াল রেখে ওয়েবসাইট অপ্টিমাইজেশন করতে হবে।
Website Structure and Navigation: ওয়েবসাইটকে সুন্দর এবং গোছানো করতে ওয়েবসাইটের কাঠামো ঠিক করা। ওয়েবসাইটকে ইউজার ফ্রেন্ডলি করে তৈরি করা। ভিজিটর যাতে ওয়েবসাইট থেকেই ওয়েবসাইট সম্পর্কে সবকিছু জানতে পারে তেমন ভাবে তৈরি করা।
XML Sitemaps: XML সাইটম্যাপ তৈরি করুন যা আপনার ওয়েবসাইটের সবগুলো পেইজকে তালিকাভুক্ত করবে এবং সেটি সার্চ ইঞ্জিনগুলোর কাছে তুলে ধরবে। সাইটম্যাপ নিয়মিত আপডেট করতে হবে।
Robots.txt: একটি ওয়েবসাইটের কি কি জিনিস এক্সেস করতে পারে কি কি পারে না তা নিয়ন্ত্রণের জন্য Robots.txt ফাইলটি কনফিগার করতে হয়। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যাতে ভুলবশত গুরুত্বপূর্ণ পেইজগুলোকে ব্লক করা না হয়।
URL Structure: আপনার ওয়েবসাইট যে সম্পর্কিত সে সম্পর্কিত কি-ওয়ার্ড অন্তর্ভুক্ত করে URL তৈরি করুন। ইউআরএল যাতে খুব বেশি বড় না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। এবং URL এ - হাইপেন ব্যবহার করুন।
Schema Markup: সার্চ ইঞ্জিনকে নিজের ওয়েবসাইটের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত ডেটা সরবরাহ করতে (Schema.org) মার্কআপ প্রয়োগ করুন।
Technical Audits: কারিগরি সমস্যাগুলি শনাক্ত করতে এবং সমাধান করতে Screaming Frog, Ahrefs অথবা Semrush এর মতো টুলগুলো ব্যবহার করে আপনার SEO অডিট করুন।
Monitoring and Reporting: সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং করতে হলে আপনার ওয়েবসাইটকে সবসময় মনিটরিং এর মধ্যে রাখতে হবে যার মাধ্যমে আপনি আপনার ওয়েবসাইট সম্পর্কে সব কিছু ভালোভাবে জানতে পারবেন এবং ওয়েবসাইটের মধ্যে যদি কোনো ধরনের সমস্যা থাকে তবে তা ফিক্স করে পুনরায় ওয়েবসাইটকে র্যাঙ্ক এর জন্য প্রস্তুত করতে পারবেন।
মনে রাখতে হবে যে প্রযুক্তিগত এসইও একটি চলমান প্রক্রিয়া সার্চ ইঞ্জিনের আপডেটের সাথে সাথে যা রেগুলার আপডেট হতে থাকে আর তাই আপনাকেও সবসময় প্রযুক্তিগত এসইও আপডেট করতে হবে এবং সেটি নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে।
টেকনিক্যাল এসইও কেন প্রয়োজনীয়
একটি ওয়েবসাইটের জন্য প্রযুক্তিগত এসইও খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস কেননা প্রযুক্তিগত এসইও ছাড়া ওয়েবসাইট র্যাঙ্ক করানোটা খুবই কঠিন। আর তাই আজ আমরা প্রযুক্তিগত এসইও কেন প্রয়োজনীয় সে সম্পর্কিত কিছু কারণ জানবো।
Improved Search Engine Visibility: প্রযুক্তিগত এসইও সার্চ ইঞ্জিনগুলোর কাছে ওয়েবসাইটকে আরো ভালোভাবে তুলে ধরতে সাহায্য করে যার ফলে সার্চ ইঞ্জিনগুলো ওয়েবসাইট সম্পর্কে ভালোভাবে জানতে পারে ও ভিজিটরদের কাছে তা তুলে ধরতে পারে।
Better User Experience: প্রযুক্তিগত এসইও করার জন্য ওয়েবসাইটকে ইউজার ফ্রেন্ডলি করে গড়ে তুলতে হয়। আর তাই একজন ইউজারের সব থেকে ভালো এক্সপেরিয়েন্স এর জন্য প্রযুক্তিগত এসইও অনেক বেশি দরকার।
Mobile-First Indexing: ইন্টারনেট ব্রাউজিং এর জন্য বর্তমানে মোবাইল ফোন অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠেছে আর তাই বর্তমানে Google এবং অন্যান্য সার্চ ইঞ্জিনগুলি মোবাইল-বান্ধব ওয়েবসাইট গুলোকে অনেক বেশি প্রাধান্য দিয়ে থাকে। কেননা বর্তমানে কম্পিউটার ইউজারের থেকে মোবাইল ইউজার বেশি তাই সার্চ ইঞ্জিন গুলো যদি মোবাইল-বান্ধব ওয়েবসাইট ভিজিটরকে শো করতে না পারে তবে তাদের অডিয়েন্স দিনে দিনে কমে যাবে। তাই প্রযুক্তিগত এসইও এক্ষেত্রে কাজে লাগে।
Avoiding Penalties: সার্চ ইঞ্জিনগুলো ওয়েবসাইট গুলোকে প্রযুক্তিগত সমস্যা বা নিরাপত্তা দুর্বলতা সহ বিভিন্ন কারণে শাস্তি দিতে পারে। আর তাই এমন ধরনের শাস্তি প্রতিরোধ করতে প্রযুক্তিগত এসইও এর বিকল্প নেই।
Enhanced Click-Through Rates (CTR): স্ট্রাকচার্ড ইউআরএল এবং মেটা ট্যাগ প্রযুক্তিগত এসইও এর একটি অংশ এর ফলে ব্যবহারকারীরা যখন সার্চ করে প্রাসঙ্গিক তথ্য দেখতে পান তখন ক্লিক থ্রু রেট অনেক বেড়ে যায়।
Reducing Duplicate Content: প্রযুক্তিগত এসইও এর মাধ্যমে কনটেন্ট ডুপ্লিকেট হওয়ার মতো সমস্যাগুলো হ্রাস করতে পারে। আর এর মাধ্যমে সার্চ ইঞ্জিন ওয়েবসাইটকে ভালো একটি র্যাঙ্ক প্রদান করে।
Optimizing for Voice Search: বর্তমানে ভয়েস সার্চ অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে আর তাই আপনি যদি সুন্দরভাবে স্ট্রাকচার্ড ডেটা এবং স্কিমা মার্কআপের মতো প্রযুক্তিগত দিকগুলির অপ্টিমাইজ করেন তবে আপনার ওয়েবসাইট ও ভয়েস সার্চ এ ভালো একটি র্যাঙ্ক এ চলে আসবে।
Monitoring and Maintenance: টেকনিক্যাল এসইও তে নিয়মিত মনিটরিং এবং রক্ষণাবেক্ষণ এর মধ্যে রাখতে হয় যেমন লিঙ্ক ব্রোকেন, সার্ভারের ত্রুটি বা সার্চ ইঞ্জিন অ্যালগরিদমের মতো জিনিসগুলোপ্রায় সময় হয়ে থাকে যদি প্রতিনিয়ত মনিটরিং এবং রক্ষণাবেক্ষণ করা না হয় তবে ওয়েবসাইট কে সার্চ ইঞ্জিন তাদের র্যাঙ্ক থেকে সরিয়ে দেয়। আপনার ওয়েবসাইট অ্যাক্সেসযোগ্য, ইউজার ফ্রেন্ডলি এবং সার্চ ইঞ্জিনের কাছে সুন্দরভাবে তুলে ধরতে টেকনিক্যাল এসইও খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস।
আপনি যদি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় র্যাঙ্ক করতে চান তবে অবশ্যই On Page SEO, Of-Page SEO করাটা যেমন জরুরি তেমন Technical SEO ও সমান গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। ওয়েবসাইটের জন্য তাই Technical SEO বা প্রযুক্তিগত এসইও খুবই দরকারি একটি বিষয়। প্রযুক্তিগত এসইও এর যে বিষয়গুলো আজকে আমরা জানলাম যখন আমরা এসইও করা শুরু করবো তখন অবশ্যই প্রযুক্তিগত এসইও এর সকল বিষয়গুলো খেয়াল রাখবো। এ বিষয়গুলোর কাজ সম্পূর্ণ শিখে নিবো এবং নিজেদের ও আমাদের ক্লায়েন্টদের ওয়েবসাইট র্যাঙ্ক করে দিয়ে সেখান থেকে ভালো পরিমাণের টাকা ইনকাম করতে পারবো।
আসন সংখ্যার উপর ভিত্তি করে ইউ ওয়াই ল্যাবের সকল অনলাইন কোর্সে পাবেন ১০০% স্কলারশিপ! আসন নিশ্চিত করতে রেজিঃ করুন এখনই।