নতুন ওয়েবসাইটের জন্য অন পেজ এসইও কতটা গুরুত্বপূর্ণ ?

Created by UY LAB in Digital Marketing 14 Oct 2023
Share

 যেকোনো ওয়েবসাইটের জন্য এসইও করাটা খুবই জরুরি একটি কাজ। আর এই এসইও এর মধ্যে অন পেজ  এসইও খুবই গুরুত্বপূর্ণ একটি ধাপ। কেননা অন পেজ এসইও যত ভালো করতে পারবেন আপনার ওয়েবসাইটটি যে কোনো সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্ক করাটা তত বেশি সহজ হবে। তাই আজ আমরা অন পেজ এসইও ওয়েবসাইটের জন্য কতটা গুরুত্বপূর্ণ সে সম্পর্কে জানবো। এই এসইও কে অন সাইট এসইও বলা হয়।  


অন পেজ এসইও কী? 


অন পেজ এসইও হলো সার্চ ইঞ্জিনের র‍্যাঙ্কিং এর প্রথম দিকে আসার জন্য ওয়েবপেজের বিভিন্ন উপাদান অপ্টিমাইজ করার সুন্দর একটি সিস্টেম। যার মাধ্যমে আমরা সার্চ ইঞ্জিনের জন্য সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি কনটেন্ট কাঠামো তৈরি করতে পারি। অফ পেজ এসইও যা মূলত ব্যাকলিংক ফোকাস করে অন্য দিকে অন পেজের জন্য যে এসইও করা হয় তা ওয়েবসাইটের বিষয়বস্তু এবং কাঠামো তৈরিতে কাজ করে। Keyword Research, Optimizing Meta Tags, Internal Linking, External Linking, Images and Multimedia, Page Load Speed ইত্যাদি জিনিসগুলো অন সাইট এসইও এর মধ্যে পড়ে।


অন সাইট এসইও টেকনিক


অন পেজ বা অন সাইট এসইও করতে হলে আপনাকে অবশ্যই কিছু টেকনিক ফলো করতে হবে যার মাধ্যমে আপনি অন সাইট এসইও সুন্দরভাবে করতে পারেন এবং তার মাধ্যমে আপনার ওয়েবসাইটটি সার্চ ইঞ্জিনে ভালো একটি র‍্যাঙ্ক এ নিয়ে আস্তে পারেন। তো এখন আমরা অন সাইট এসইও এর কিছু টেকনিক সম্পর্কে জানবো। 


Title Tag: আপনি যে বিষয়ের উপর কোনো ব্লগ, আর্টিকেল লিখছেন সে বিষয়ের একটি স্পট শিরোনাম এবং আপনার টার্গেটেড কিওয়ার্ডটি সেখানে সুন্দরভাবে অন্তর্ভুক্ত করতে হবে।


Meta Description: মেটা ডেসক্রিপশন কনটেন্ট সম্পর্কিত একটি সংক্ষিপ্ত বিবরণ যা আপনার কিওয়ার্ড ও কন্টেন্টকে ফুটিয়ে তুলতে সাহায্য করে। 


Header Tags: হেডার ট্যাগগুলি যে সম্পর্কিত কনটেন্ট হবে সে সম্পর্কিত কিওয়ার্ড দিয়ে অপ্টিমাইজ করতে পারেন। 


Keyword Optimization: আপনার কনটেন্ট রিলেটেড কিওয়ার্ডগুলো বিভিন্নভাবে কন্টেন্টের মধ্যে এড করুন।


Content Quality and Length: আপনার কনটেন্ট কে আপনি সব থাকে বেশি ইউনিক করার চেষ্টা করবেন এবং কনটেন্ট যাতে বড় হয় সেদিকে খেয়াল রাখবেন। 


Internal Linking: আপনি আপনার ওয়েবসাইটের বিভিন্ন পেজ এর লিংক আপনার কনটেন্ট এর মধ্যে লিংক করে দিতে পারেন যাকে ইন্টারনাল লিঙ্কিং বলা হয়।


External Linking: আপনি আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের কাছে বিশ্বস্ত ভাবে তুলে ধরতে অন্যান্য ওয়েবসাইট থাকে লিংক নিয়ে এক্সটার্নাল লিঙ্কিং করতে পারেন। 


Images and Multimedia: ছবি এবং মাল্টিমিডিয়া ফাইল আপনি আপনার কনটেন্ট এ এড করতে পারেন যেটি সার্চ ইঞ্জিনগুলো খুবই ভালোভাবে গ্রহণ কার যার মাধ্যমে এসইও করাটাও সহজ হই উঠে। 


Mobile Responsiveness: মোবাইল ডিভাইসগুলোতে আপনার ওয়েবসাইটটি কি ভিজিটরের কাছে ওই ডিভাইস অনুযায়ী প্রদর্শন হচ্ছে কি না সেটি নিশ্চিত করতে হবে। 



Page Load স্পিড: আপনার ওয়েবসাইট বা ওয়েবসাইটের পেজ এর লোডিং স্পিড এসইও এর জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ । কেননা পেজ বা সাইটের লোডিং স্পিড খারাপ হলে সার্চ ইঞ্জিন র‍্যাঙ্ক করতে পারবেন না। 


Social Sharing Integration: সোশ্যাল মিডিয়াতে আপনার কন্টেন্টটি শেয়ার করার জন্য আপনার কনটেন্ট এ যদি সোশ্যাল শেয়ারিং অপশন থাকে তবে সেটি আপনাকে সোশ্যাল শেয়ার থেকে অনেক বেশি ভিজিটর এনে দিতে সাহায্য করবে।


User Experience and Readability: ভিজিটর আপনার ওয়েবসাইট যত বেশি সহজে ব্রাউজিং করতে পারবে এবং যত বেশি সহজে পড়তে পারবে সেটি আপনার ওয়েবসাইটের র‍্যাঙ্ক পেতে তত বেশি সাহায্য করবে। 


Content Updates: প্রতিনিয়ত আপনাকে আপনার ওয়েবসাইট এর মধ্যে নতুন নতুন সৃজনশীল কনটেন্ট দিতে হবে যার ফলে ভিজিটর আপনার ওয়েবসাইটের প্রতি অনেক বেশি আগ্রহী হয়ে উঠবে। 


এই ধরনের অন সাইট এসইও টেকনিক গুলো কাজে লাগিয়ে আমরা ওয়েবসাইটের জন্য অন সাইট এসইও করতে পারি যা আমাদের ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে সার্চ এর পর ভালো একটি পজিশনে এনে দিতে পারে যার মাধ্যমে আমরা ওয়েবসাইট এ অনেক অনেক বেশি ট্র্যাফিক বা ভিজিটর পেতে পারি। 


অন পেজ বা অন সাইট এসইও এর সুবিধা 


Improved Search Engine Rankings: অন পেজ এর সবথেকে বড় যে সুবিধাটি তা হলো সার্চ ইঞ্জিনে এর সরাসরি প্রভাব। আপনি যদি সঠিকভাবে এই এসইও করতে পারেন তবে সার্চ করার পর আপনার ওয়েবসাইটটি সার্চ পেজ এ খুবই ভালো একটি পজিশন দেখাবে যার ফলে ভিজিটরদের এক্সেস অনেক বেশি বাড়বে। 


Enhanced User Experience: অন পেজ এর জন্য আপনি যখন কোনো পেজ বা ওয়েবসাইট অপ্টিমাইজ করবেন তখন সেটি ইউজারদের জন্য খুবই ভালো একটি এক্সপেরিয়েন্স দিতে পারবে যার ফলে ওয়েবসাইটের বাউন্স রেট কমে যায়। 


Increased Organic Traffic: নির্দিষ্ট কিওয়ার্ড দিয়ে কনটেন্ট জেনারেট করার ফলে সার্চ ওয়েবসাইটকে অনেক বেশি মানুষের কাছে পৌঁছে দেয় যার ফলে ওয়েবসাইট এ প্রচুর পরিমাণে অর্গানিক ট্র্যাফিক বৃদ্ধি পায়।


অন পেইজ এসইও টুলস 


অন সাইট এসইও গোছানো ভাবে করার জন্য বর্তমানে প্রায় সকল এসইও এক্সপার্ট কিছু না কিছু টুলস ইউজ করে থাকে যার সাহায্যে কীয়ওয়ার্ড রিসার্চ থেকে থেকে শুরু করে ওয়েবসাইট এ অনেক বেশি ট্র্যাফিক বৃদ্ধির জন্য বিভিন্ন তথ্য পাওয়া যায় যা কাজে লাগিয়ে অন সাইট এসইও সুন্দরভাবে করা যায় এবং সে অনুযায়ী ওয়েবসাইটের জন্য কনটেন্ট তৈরি করা যায়। সে টুলসগুলো সম্পর্কে এখন আমরা জানবো। 


Yoast SEO: যা ওয়ার্ডপ্রেসের একটি প্লাগইন যা অন সাইটের জন্য পোস্ট এবং পেজ অপ্টিমাইজ করার জন্য তথ্য দিয়ে থাকে।


SEMrush: অন সাইট এসইও এর খুবই গুরুত্বপূর্ণ এবং কার্যকরী একটি টুল। যা দিয়ে আপনি আপনার কনটেন্ট এর জন্য কীওয়ার্ড রিসার্চ করতে পারবেন। তাছাড়া কীওয়ার্ড এর সার্চ ভ্যালু র‍্যাঙ্কিং এই সমস্ত জিনিস দেখে সিদ্ধান্ত নিতে পারবেন। আপনি এই টুলটি দিয়ে আপনার সাইটের অডিট করতে পারবেন এবং আপনার যারা প্রতিযোগী রয়েছে তাদের সম্পর্কে ধারণা নিতে পারবেন। 


Moz Pro: সাইট অডিট , কীওয়ার্ড রিসার্চ, র‍্যাঙ্ক ট্র্যাকিং সহ অপ্টিমাইজেশান এর জন্য কাজ করা যায়। 


Ahrefs: যা দিয়ে আপনি অল ইন ওয়ান একটি সার্ভিস পাবেন। 


Google Search Console: গুগলের এই ফ্রি টুলটি গুগল সার্চ এ নিজের ওয়েবসাইটের পারফরম্যান্স অডিট, সাইটম্যাপ জমা দিতে এবং এসইও অন পেজ এর সমস্যা চিহ্নিত করে দেয়। 


Page Speed Insights: যা গুগলে আপনার সাইটটির লোডিং স্পিড কেমন তা বুঝতে সাহায্য করে। 


Grammarly: এটি নির্দিষ্ট এসইও টুলস না হলেও এটি আপনার কনটেন্ট এর বানান বা ব্যাকরণগত ভুল ধরতে সাহায্য করে যা পরোক্ষ ভাবে অন সাইট এসইও তে প্রভাব ফেলে। 


Google Mobile Friendly Test: আপনার ওয়েবসাইটটি কি মোবাইল ডিভাইসের জন্য অপ্টিমাইজ করা হয়েছে কিনা তা পরীক্ষা করতে গুগলের এ টুল আপনাকে সাহায্য করতে পারে।


Google Trends: এটি সরাসরি এসইও টুলস নয় কিন্তু আপনি গুগল ট্রেন্ডস থেকে ট্রেন্ডিং জিনিস গুলো জানতে পারবেন যা পরবর্তীতে কনটেন্ট তৈরির সময় কাজে লাগাতে পারবেন। 


এছাড়াও Pingdom Website Speed Test, Schema Markup Generators, Content Analysis Tools ইত্যাদি টুলও আপনি ব্যবহার করতে পারেন যা দিয়ে অন পেজ এর এসইও কাজটি আপনি অনেক ভালো এবং সহজে করতে পারবেন  


আমরা ওয়েবসাইটের এসইও করার সময় প্রথমেই অন পেজ এর দিকটি সবথেকে বেশি প্রাধান্য দিতে হবে কেননা অন সাইট এস ইও যদি আপনি সঠিক ভাবে করতে পারেন তবে অনেক ক্ষেত্রে একটু সময় লাগলেও আপনার ওয়েবসাইটটি কিন্তু র‍্যাঙ্ক হয়ে যাবে আর তাই নতুন ওয়েবসাইটের জন্য এই অন পেজ বা অন সাইট এসইও যেমন অনেক বেশি গুরুত্বপূর্ণ  তেমনি পুরাতন ওয়েবসাইট গুলোর জন্যও গুরুত্বপূর্ণ।  


Comments (0)

Share

Share this post with others

অনলাইন কোর্সে ১০০% স্কলারশিপের সুযোগ

অনলাইন কোর্সে ১০০% স্কলারশিপের সুযোগ

আসন সংখ্যার উপর ভিত্তি করে ইউ ওয়াই ল্যাবের সকল অনলাইন কোর্সে পাবেন ১০০% স্কলারশিপ! আসন নিশ্চিত করতে রেজিঃ করুন এখনই।