বর্তমানে অফ পেজ এসইও কতটা গুরুত্বপূর্ণ ?

Created by UY LAB in Digital Marketing 15 Oct 2023
Share

অনলাইন মার্কেটিং এর এই সময়ে অফ-পেজ এসইও যে কোন ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের কাছে বিশ্বাসযোগ্য করে তুলে ধরতে, র‍্যাঙ্কিং বাড়াতে,প্রচুর পরিমাণে ভিজিটর ওয়েবসাইট এ আনার ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করে। বর্তমানের জন্য অফ পেজ এসইও কতটা গুরুত্বপূর্ণ এখন আমরা তা জানবো। 


অফ পেজ এসইও কি?


অফ পেজ কে অফ সাইট এসইও বলা হয়। আপনার ওয়েবসাইটের বাহিরের যে ফ্যাক্টরগুলো রয়েছে যেমন ব্যাকলিঙ্ক, লিঙ্ক বিল্ডিং, সোশ্যাল সিগন্যাল, গেস্ট ব্লগিং, কনটেন্ট মার্কেটিং ইত্যাদি ফ্যাক্টগুলো কাজে লাগিয়ে অফ সাইট এসইও করা হয়। অফ সাইট এসইও দিয়ে সহজেই র‍্যাঙ্কিং এ আসা যায় যদি আপনার কনটেন্ট এর কোয়ালিটি ভালো হয়। আর তাই সার্চ ইঞ্জিনের কাছে বিশ্বাসযোগ্যতা বাড়াতে ও ভালো র‍্যাঙ্কিং পেতে অফ সাইট এসইও এর বিকল্প নেই। 


আপনি যেহেতু অফ সাইট এসইও সম্পর্কে জানতে আমাদের এই আর্টিকেলটি পড়ছেন তাই আশা করছি যে এই আর্টিকেল থেকে আপনি অফ পেজ বা অফ সাইট এসইও সম্পর্কে অনেক ভালো একটি ধারণা পাবেন 


অফ সাইট এসইও এর ঐতিহাসিক ভূমিকা 


অফ সাইট এসইও ইন্টারনেটের প্রথম দিন থেকে ডিজিটাল মার্কেটিং এর গুরুত্বপূর্ণ একটি অংশ। গুগলের মতো সার্চ ইঞ্জিন সবসময় যে কোনো ওয়েবসাইটের গুণগত মান নির্ধারণ করে সে ওয়েবসাইটকে র‍্যাঙ্কিং প্রদান করে। প্রথম দিকে অফ সাইট এসইও এর জন্য লিঙ্ক বিল্ডিং প্রাথমিকভাবে ব্যবহার করা হতো। 


বর্তমানে এসইও এর দৃশ্যপট :


সার্চ ইঞ্জিনগুলোর অ্যালগরিদম দিনে দিনে অনেক বেশি উন্নতি হয়েছে এখন আর শুধুমাত্র ব্যাকলিঙ্ক দিয়ে এসইও এর কাজ করা হয় না। তার পাশাপাশি অন্যান্য এসইও ফ্যাক্টরগুলো কাজে লাগাতে হয়।  


বিল্ডিং হাই কোয়ালিটি ব্যাকলিঙ্ক :


গুগলের ভালো র‍্যাঙ্কিং পেতে হলে যেসব ওয়েবসাইট আগে থেকেই ভালো র‍্যাঙ্কিং এ রয়েছে সে সকল ওয়েবসাইট থেকে নিজের ওয়েবসাইট এ ব্যাকলিঙ্ক নিলে সেটি সেটির মাধ্যমে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনের কাছে অনেক বেশি গ্রহণযোগ্যতা পাওয়া যায়। তাই আপনি যে ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক নিবেন সে ডোমেইনটি যত বেশি বিশ্বাসযোগ্য হবে আপনার ওয়েবসাইটটিও তত বেশি বিশ্বাসযোগ্য হয়ে উঠবে।


সোশ্যাল সিগন্যাল এবং অফ সাইট এসইও


বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো যেমন: ফেইসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এই সমস্ত যোগাযোগ মাধ্যমগুলো খুবই জনপ্রিয় আর তাই আর তাই অফ সাইট এসইও এর জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে অনেক বেশি ট্র্যাফিক পাওয়া সম্ভব। 


গেস্ট ব্লগিং এর মাধ্যমে :


গেস্ট ব্লগিং অফ সাইট এসইও এর জনপ্রিয় একটি মাধ্যম। এর মাধ্যমে খুব সহজে ভালো ভালো ওয়েবসাইট থেকে ব্যাকলিঙ্ক পাওয়া যায় যার মাধ্যমে যে কোনো ওয়েবসাইট গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিনের কাছে গ্রহণযোগ্যতা পায় যার কারণে যে কোনো সার্চ ইঞ্জিন ওয়েবসাইটকে ভালো একটি পজিশন প্রদান করে যাতে সার্চ করলে ভিজিটর আসে তার ওয়েবসাইট এ প্রবেশ করে। 


কনটেন্ট মার্কেটিং অফ সাইট এসইও কৌশল :


কনটেন্ট মার্কেটিং এর সাহায্যে যে কোনো ভালো এবং শক্তিশালী কনটেন্ট এর মাধ্যমে ওয়েবসাইটের র‍্যাঙ্ক বৃদ্ধি করা সম্ভব যার সাহায্যে প্রচুর পরিমাণে ভিজিটর আপনার ওয়েবসাইটকে ভিজিট করতে সক্ষম হবে আর মাধ্যমে আপনার ওয়েবসাইট এ যেমন ট্র্যাফিক বৃদ্ধি পাবে তেমনি সার্চ ইঞ্জিনের ভালো একটি পজিশনে ওয়েবসাইট চলে আসবে। 


অফ সাইট এসইও এবং ব্র্যান্ড বিল্ডিং :


অফ সাইট এসইও যে শুধুমাত্র মাত্র এসইও এর জন্য কাজে লাগে ব্যাপারটা কিন্তু তেমন নয় অফ সাইট এসইও যেকোনো ওয়েবসাইটকে ব্র্যান্ড তৈরিতে সাহায্য করে। আপনার ওয়েবসাইট যখন ভালো একটি 

র‍্যাঙ্কিং এ চলে আসবে তখন তখন অন্যান্য ওয়েবসাইট আপনার থাকে লিঙ্ক গ্রহণ করতে চাইবে এবং তার মাধ্যমে আপনি আরো অনেক বেশি মানুষের কাছে পরিচিত হতে পারবেন যা আপনাকে ব্র্যান্ড হতে সাহায্য করবে। 


অফ সাইট এসইও আস্থার প্রতীক 


অফ সাইট এসইও এর মাধ্যমে খুব সহজে সার্চ ইঞ্জিনগুলোর কাছে বিশ্বস্ত হওয়া যায়। এর মাধ্যমে সার্চ ইঞ্জিন আপনাকে যত বেশি বিশ্বস্ত বলে মনে করবে আপনার ওয়েবসাইটকে সে তত ভালো র‍্যাঙ্ক প্রদান করবে যার ফলে আপনার ওয়েবসাইট দিনে দিনে মানুষের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠবে। এই কারণে অফ সাইট এসইও অনেক বেশি দরকারি যেকোনো ওয়েবসাইটের জন্য। 


অফ সাইট এসইও এর সাফল্য :


অফ সাইট এসইও এর কাজগুলো ট্র্যাক করা অনেক বেশি জরুরি। Google Analytics এর মতো টুল আপনাকে ওয়েবসাইটের বিস্তারিত ট্র্যাক করতে সাহায্য করবে যার মাধ্যমে আপনি ওয়েবসাইট এর সকল তথ্য পেয়ে যাবেন এবং বুঝতে পারবেন যে আপনার অফ সাইট এসইও কতটা ভালো কাজ করছে। 


সোশ্যাল মিডিয়ার ভূমিকা :


সোশ্যাল মিডিয়া অফ সাইট এসইও এর একটি গুরুত্বপূর্ণ অংশ। যার মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে অনেক বেশি এনগেজমেন্ট পেতে পারি যার সাহায্যে সোশ্যাল মিডিয়া থেকে অনেক বেশি মানুষ আমাদের ওয়েবসাইটে আসতে পারে এবং যার ফলে সার্চ ইঞ্জিন র‍্যাঙ্কিংকে সেটি প্রভাবিত করতে পারে আর তাই সেক্ষেত্রে সোশ্যাল মিডিয়া অফ সাইট এসইও এর গুরুত্বপূর্ণ একটি অংশ তা বলাই যায়। 


অফ সাইট এসইও এর কিছু সাধারণ ভুল 


অফ পেজ বা অফ সাইট এসইও হলো সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান এর একটি গুরুত্বপূর্ণ অংশ। অফ সাইট এসইও করতে গেলে আমরা সাধারণ কিছু ভুল করে থাকি সে সম্পর্কে জানবো :


লিঙ্ক কোয়ালিটি যাচাই না করা : হাই কোয়ালিটি , লো কোয়ালিটি ব্যাকলিঙ্ক তৈরি করা এই ধরনের এসইও এর জন্য বড় ভুল। গুগলের অ্যালগরিদমগুলি অনেক বেশি লিঙ্ক এর চাইতে লিঙ্ক কোনটি কত বেশি প্রাসঙ্গিক বা লিঙ্কএর ম্যান কত বেশি ভালো সে জিনিসটিকে প্রাধান্য দে। 


লিঙ্ক স্প্যামিং: লিঙ্ক স্প্যামিং এই এসইও এর একটি ভুল। লিঙ্ক স্প্যামিং এর ফলে সার্চ ইঞ্জিন থেকে শাস্তি পেতে হয়। অফ সাইট এসইও এর জন্য সত্যিকারের লিঙ্ক অনেক বেশি দরকারি। 


সোশ্যাল সিগন্যাল থেকে বিরত থাকা : সোশ্যাল মিডিয়াতে শেয়ার খুবই ভালো একটি কাজ এসইও এর জন্য। কিন্তু আমরা অনেকে বিষয়টি বুঝতে না পেরে সেটি বাদ দিয়ে দিই। 


লোকাল এসইও না করা: আপনার যদি কোনো ধরনের ব্যবসা থাকে যা দোকান , মার্কেটের মধ্যে চলে তবে আপনি যদি Google My Business প্রোফাইল অপ্টিমাইজ করে সেখান থেকে লোকাল এসইও করে রাখেন তবে সেটি অফ সাইট এসইও এর জন্য কাজে আসে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় মানুষ সেটি করে না যা বড় একটি ভুল। 


কনটেন্ট প্রচার থেকে বিরত থাকা: অনেক ভালো কনটেন্ট তৈরি করে খুবই গুরুত্বপূর্ণ তবে আপনি যদি সেটির প্রচার ঠিকভাবে না করেন তবে আপনি আপনার কনটেন্ট থেকে ভালো রিচ পাবেন না। আপনি সোশ্যাল মিডিয়াতে শেয়ারের মাধ্যমে কাজটি করতে পারেন। যেটি অনেকে করে না যা একটি ভুল কাজ। 


ওয়েবসাইটের স্পিড কম থাকা: স্লো পেজ লোডিং স্পিড এসইওর ক্ষেত্রে প্রভাব তৈরি করে। যেটি খুবই বাজে অভিজ্ঞতা একজন ভিজিটরের জন্য আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড যদি বেশি হয় তবে সার্চ ইঞ্জিন আপনাকে ভালো র‍্যাঙ্ক দিবে না। 


অফ সাইট এসইও এর ভবিষ্যৎ  


ব্যবহারকারীর অভিজ্ঞতা, মোবাইল-বন্ধুত্ব , প্রাসঙ্গিক বিষয়বস্তুর বিবেচনা করে দেখা যায় যে অফ পেজ বা অফ সাইট এসইও এর ভালো একটি ভবিষৎ রয়েছে যা কাজে লাগিয়ে ওয়েবসাইটে সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় নিয়ে আসা যায় যার মাধ্যমে অনেক বেশি তাওফিক ওয়েবসাইটে এ আনা যায়। এই বিষয়গুলোর জন্য অফ সাইট এসইও একটি ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ।  রয়েছে যা কাজে লাগিয়ে ওয়েবসাইটে সার্চ ইঞ্জিনের প্রথম পৃষ্ঠায় নিয়ে আসা যায় যার মাধ্যমে অনেক বেশি তাওফিক ওয়েবসাইটে এ আনা যায়। এই বিষয়গুলোর জন্য অফ সাইট এসইও একটি ওয়েবসাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 

Comments (0)

Share

Share this post with others

অনলাইন কোর্সে ১০০% স্কলারশিপের সুযোগ

অনলাইন কোর্সে ১০০% স্কলারশিপের সুযোগ

আসন সংখ্যার উপর ভিত্তি করে ইউ ওয়াই ল্যাবের সকল অনলাইন কোর্সে পাবেন ১০০% স্কলারশিপ! আসন নিশ্চিত করতে রেজিঃ করুন এখনই।