সেরা ১০ টি অনলাইন গ্রাফিক্স ডিজাইন টুলস

Created by UY LAB in Graphic Design 11 Oct 2023
Share

গ্রাফিক ডিজাইন টুল হল ডিজিটাল টুল যা ডিজাইনারদের তাদের সৃজনশীল ধারনাকে সুন্দর সৃষ্টিতে রূপান্তর করতে সক্ষম করে।  আর একটু সহজ করে বলি - গ্রাফিক ডিজাইন টুল হল ডিজিটাল জাদুর কাঠি যা কল্পনাকে বাস্তবে পরিণত করে। 


গ্রাফিক ডিজাইনের প্রক্রিয়াটি কেবল একটি ক্যানভাসে ইমেজ আর টেক্সট  সাজানোর জন্য নয়।  এটি একটি শিল্প যা  ব্যবহারকারীর অভিজ্ঞতার গভীর উপলব্ধি বা সৃজনশীল ধারনা জড়িত। গ্রাফিক ডিজাইন টুল হল সেই সেতু যা ডিজাইনারের ধারনাকে ডিজিটাল ক্যানভাসের সাথে সংযুক্ত করে, ব্র্যান্ডিং এবং বিজ্ঞাপন থেকে শুরু করে ওয়েব ডিজাইন এবং সোশ্যাল মিডিয়া বিষয়বস্তু পর্যন্ত অসংখ্য উদ্দেশ্যে অত্যাশ্চর্য ভিজ্যুয়াল তৈরি করতে দেয়।


এখান  আমরা জানবো , এই টুলগুলির বৈচিত্র্যময় রহস্য যে কিভাবে কাজ করে।  প্রয়োজনীয় সফ্টওয়্যার থেকে শুরু করে বিশেষ অ্যাপ্লিকেশন পর্যন্ত, নতুন এবং অভিজ্ঞ পেশাদার উভয়ের জন্যই।  আর বিশেষ করে নন-ডিজাইনারদের জন্য কিছু সেরা অনলাইন গ্রাফিক ডিজাইন টুল।

 

আর হ্যা আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে , কিছু  কোম্পানি  আছে যারা আকর্ষণীয় গ্রাফিক্স তৈরি করতে পেশাদার গ্রাফিক ডিজাইনারদের আউটসোর্স করে । কিন্তু এটি আপনার জন্য ব্যয়বহুল হতে পারে, বিশেষ করে ছোট ব্যবসার মালিক এবং ব্যক্তিদের জন্য।


তাই, এই ধরনের সমস্যা সমাধানের  জন্য এবং  নতুন ডিজাইনারদের জন্য সেরা গ্রাফিক ডিজাইন টুলের একটি তালিকা শেয়ার করা হলো যা আপনার জন্য হেল্প করবে।  চলুন জেনে নেই।  


সেরা 10টি অনলাইন গ্রাফিক ডিজাইন টুলের তালিকা


Canva

Snappa

BeFunky

Gravit Designer

Pixlr 

Stencil    

Piktochart

Bold Design

Venngage 

Design Wizard


Canva : এটি অভিজ্ঞ ও নতুন দের জন্য একটি সহজ গ্রাফিক ডিজাইন সফ্টওয়ার । আপনি গ্রাফিক ডিজাইন সম্পর্কে বিস্তারিত না জেনেও ক্যানভা দিয়ে দ্রুত ডিজাইন করতে পারবেন। ইউসার ফ্রেন্ডলি  ইন্টারফেস এর জন্য এটি খুব পরিচিত লাভ করেছে। অসাধারণ সব টেমপ্লেট যেমন সোশ্যাল  মিডিয়া  পোস্ট , ফ্লয়ের্স, বিসনেস  কার্ডস , পোস্টার্স , রেসুমেস ইত্যাদি যা ফ্রি তে এবং কম মূল্যে ব্যবহার করা যায়। শুধু তাই না , আপনার  প্রয়োজন মতো টেমপ্লেট গুলো সহজেই কোস্টোমাইজ করতে পারবেন ।  এটার সুবিধা গুলোর ভিতর অন্যতম একটি হলো - আইকন  ,  ফটো এবং ফন্ট এগুলো ফ্রি তে পাওয়া যায় যা কাজকে সুন্দর করে। আপনার করা ডিসাইন গুলো বিভিন্ন ফরমেট এ সেভ করতে পারবেন। ইউসার দের কথা চিন্তা করে মোবাইল অ্যাপ তৈরী করেসে যাতে চলতে ফেরতে ব্যবহার করতে পারে। 


Snappa : সিনাপ্পা এমন একটি গ্রাফিক ডিজাইন সফ্টওয়ার যা ব্যবহার করে  একজন ব্যক্তি  তার ছোট ব্যাবসার কাজে  পছন্দ মতো  ডিজাইন দ্রত এডিট করতে পারবেন।  উন্নত ডিজাইন এর জ্ঞান ছাড়াও আপনি ডিজাইন করতে পারবেন। সিনাপ্পা  আপনাকে সামাজিক মিডিয়া,ব্লগ পোস্ট সহ বিভিন্ন কাজের জন্য দ্রত গ্রাফিক ডিজাইন  তৈরি করতে হেল্প করবে। এখানে বিভিন্ন ধরনের টেম্পেট আছে যা ব্যাবহার করে পছন্দ মতো কাষ্টমাইজেশন করতে পারবেন সহজেই।দ্রত jpg  , PNG , pdf  ফর্মে ডাউনলোড করে সোসাইল মিডিয়ায় শেয়ার করতে পারবেন।এটার অন্যতম বৈশিষ্ট্য হলো অনেক ধরনের মাধ্যম এবং উদ্দেশ্যে ডিজাইন এর দ্রত আকার পরিবর্তন করার অসাধারণ ক্ষমতা। 


Design Wizard : এটি বহুমুখী এবং অধিক ক্ষমতা সম্পূর্ণ টুল যা নানাবিধ কাজে মানসম্মত ডিজাইন তৈরিতে সাহায্য করে । সহজেই ব্যবহার যোগ্য ইন্টারফেস,টেমপ্লট ইত্যাদি বৈশিষ্ট্য গুলো জন্য ব্যবহার কারিদের কাছে অধিক প্রিয়। বিশেষ করে যারা তারাতাড়ি মানসম্মত ডিজাইন করতে চায় তাদের কাছে এটা পছন্দের তালিকায় থাকে সবসময়।


Venngage : Venngageহচ্ছে পপুলার অনলাইন প্ল্যাটফম যা ইউসারদের ইনফোগ্রাফিক, রিপোর্ট, পোস্টার সহ দরকারি অনেক কন্টেন্ট তৈরির কাজে সহযোগিতা করে থাকে। এই টুলের মাধ্যমে অনেক আকর্ষণীয় ও তথ্যপূর্ণ গ্রাফিক্স ডিজাইন তৈরি করা সহজ । মজার বিষয় হচ্ছে এটি একটি ইউজার ফ্রেন্ডলি অনলাইন গ্রাফিক্স ডিজাইন টুল।যে কোন ব্যাবসা প্রতিষ্ঠান এর জন্য বিভিন্ন রিপোর্ট এবং প্রজেন্টেশন  তৈরি করতে এটি ব্যাবহৃত হয়।  যেন  ডিজাইন গুলো অনেক আকর্ষণীয় পদ্ধতি তে প্রদশন করে। আর হ্যাঁ এটি স্টোকহোল্ডারদের জন্য সহায়ক হতে পারে


Stencil : এর টেমপ্লেট গুলো তৈরি করে থাকে বিভিন্ন কাগজপত্র প্লাস্টিক থেকে যার নির্দিষ্ট নকশা বিদ্যামান তা থেস্টেনসিল :এটি এমন একটি টুল যা  মূলত শিল্প বাণিজ্য কাজে ব্যবহৃত হয়। শিল্পী ও কারিগরী গন কালি ও অন্যান্য উপকরণ ব্যবহার করে কাগজ, ক্যানভাস এর মত জটিল নকশা বানানোর জন্য এটি কে ইউজ করতে পারেন অনায়াসে।  শুধু তাই নয়, এটি বাড়ির সাজসজ্জা থেকে শুরু করে যেমন দেয়াল, আসবাবপত্র এবং আরো গৃহস্থালি সামগ্রীতে ডিজাইন করতে সাহায্য করে।এখানে কাস্টম স্টিনসিল তৈরি করা যায়।এমনকি  নন-ডিজাইনাররাও তাদের কাজের জন্য স্টেনসিল কে ব্যাহার করতে পারেন 


Piktochart: আপনি কি একটি বড় ভিজুয়াল স্টোরি ডিজাইন অনুসন্ধান করছেন তাহলে আপনি ব্যবহার করে দেখতে পারেন এটি । এখানে বিলামূল্যে প্রয়োজনীয় প্রজেন্টেশন, প্রতিবাদেন ইত্যাদি ডিজাইন শুরু করে দিতে পারেন। শুধু তাই নয়, এর অসাধারণ ইন্টারফেস রয়েছে। আপনার ডিজাইন সম্পর্কে ধারণা না থাকলেও এটি ব্যবহার করতে পারবে।  আরো কিছু সুবিধা পাবেন - অ্যনিমেশন, ডাটা ট্রান্সফার, অফলাইন সম্পাদনা করা 


Bold Design: ডিজাইন বোল্ড এমন একটা টুল যা কয়েক মিনিটের মধ্যে ডিজিটাল অথবা প্রিন্ট মিডিয়ার কাজের জন্য নজরকাড়া,সুদর্শন সামগ্রী তৈরি করতে হেল্প করবে।  এখানে শতাধিক ইডিট যোগ্য ডিজাইন টেমপ্লেট বিদ্যামান যা সহজেই সম্পাদন করতে পারবেন। অতিরিক্ত কিছু সুবিধা পাবেন যেমন উচ্চ রেজলিউশন ডাউনলোড, হাজার রকমের ফন্ট ইত্যাদি


Pixlr : আপনি যদি বিনামূল্যে ফটো এডিটিং সফটওয়্যার খুঁজে থাকেন তাহলে পিক্সলার আপনার জন্য সেরা টুল যা দিয়ে ইমেজ এডিট করতে পারবেন। শুধু তাই নয় এটি ওয়েব ভিত্তিক ইমেজ এডিটিং অ্যপ্লিকেশন একটি সম্পূর্ণ স্যুট গিফট করে থাকে।পিক্সলার এ  দুই মিলিয়ন এর বেশি ফিল্টার , একাধিক ইমেজ ফরমেট টেমপ্লেট চলতে ফিরতে ব্যবহার করার জন্য সহজ করে থাকে । এখানে আপনি রং প্রতিস্থাপন, সমন্বয় করতে পারেন অনায়াসে। মোটা ৫০০ মিলিয়নেরও বেশি ইউজার রয়েছে


Gravit Designer: গ্রেভিট ডিজাইনার শক্তিশালী অনলাইন ডিজাইন সফটওয়্যার যাতে একটি পরিষ্কার UI  বিদ্যামান যা  যে কোন ডিভাইস এ ব্যবহার করা যায়।এখানে যে কোন ঝামেলা ছাড়াই অসাধারণ গ্রাফিক্স ডিজাইন কাস্টমাইজ করতে কয়েক ডজন মাত্রা এবং প্রিসেট পাবে। এটি  ভেক্টর-ভিত্তিক গ্রাফিক্স তৈরির জন্য ব্যবহৃত হয়, যা গুণমান না হারিয়ে যেকোনো আকারে স্কেল করা যায়। লোগো এবং আইকন ডিজাইন করার মতো কাজের জন্য এটি আদর্শ।আপনি এটা ব্যবহার করে দেখতে পারেন। 


BeFunky : BeFunky হল একটি অনলাইন ফটো এডিটিং সফ্টওয়ার  এবং গ্রাফিক ডিজাইন টুল যা ইউসার ফ্রেন্ডলি এবং বিভিন্ন সৃজনশীল বৈশিষ্ট্য প্রদান করে। BeFunky  ব্যবহারকারীদের জন্য তাদের ডিজাইন অনলাইনে সংরক্ষণ করতে এবং JPG এবং PNG সহ বিভিন্ন ফর্ম্যাটে পরিবর্তন  করতে দেয় সাহায্য করে । আপনি প্ল্যাটফর্ম থেকে সরাসরি সোশ্যাল মিডিয়াতে আপনার  সৃজনশীল বৈশিষ্ট্য গুলো সহজেই ভাগ  করতে পারেন।



ভেক্টর গ্রাফিক্স কি, এবং গ্রাফিক ডিজাইনে কেন এগুলি গুরুত্বপূর্ণ?


আকার এবং লাইন সংজ্ঞায়িত করতে, ভেক্টর গ্রাফিক্স গাণিতিক সমীকরণ ব্যবহার 

করে।  গ্রাফিক ডিজাইনে তাদের মান গুণমানকে ত্যাগ না করে  স্কেল করার ক্ষমতা থেকে উদ্ভূত হয়।এটি তাদের লোগো, আইকন এবং ডিজাইনের জন্য আদর্শ করে তোলে যার জন্য স্কেলেবিলিটি প্রয়োজন।


 অ্যাডোব ফটোশপ বা ইলাস্ট্রেটর ব্যবহার করার জন্য আমার কি পেশাদার হতে হবে?

না, এই টুলগুলি ব্যবহার করার জন্য আপনাকে পেশাদার হতে হবে না।আপনাকে শুরু করতে সাহায্য করার জন্য অনেকগুলি অনলাইন টিউটোরিয়াল ভাণ্ডার রয়েছে৷ আপনার  অভিজ্ঞতা অর্জন করার সাথে সাথে আপনি আরও উন্নত গ্রাফিক ডিজাইন টুল সন্ধান করতে পারেন।


আমি কিভাবে আমার প্রয়োজনের জন্য সঠিক গ্রাফিক ডিজাইন টুল নির্বাচন করতে পারি?


একটি গ্রাফিক ডিজাইন টুলের পছন্দ করুন যেটা  আপনার নির্দিষ্ট চাহিদা এবং পছন্দের উপর নির্ভর করে। আপনার বাজেট, আপনি যে ধরণের প্রকল্পে নিযুক্ত আছেন এবং আপনার দক্ষতার স্তরের মতো বিষয়গুলি বিবেচনা করা উচিত। আপনার প্রয়োজনীয়তার সাথে মিলিয়ে একটি টুল দিয়ে শুরু করুন এবং আপনার  দক্ষতা বৃদ্বির  সাথে সাথে আরও উন্নত বিকল্প গ্রাফিক ডিজাইন টুল ব্যবহার করতে পারবেন। 


শেষ কথা,আপনার দক্ষতা, প্রকল্পের প্রকার, এবং আপনার বাজেট সাথে মিল রেখে  আপনি কোনটি সিলেক্ট করবেন  সেটা উপর নির্ভর করে আপনাকে উপর ।  আপনার দরকার যে টুলটি সেটা সিলেক্ট করে আপনার দক্ষতা প্রকাশ করুন । আপনি যদি একজন পেশাদার ডিজাইনার অথবা একজন নতুন  ডিজাইনার হন, তবে গ্রাফিক ডিজাইন টুলগুলি আপনার সৃজনশীল ধারনাকে সুন্দর সৃষ্টিতে রূপান্তর করতে সহজ করবে। 


মনে রাখা গুরুত্বপূর্ণ, গ্রাফিক ডিজাইন টুলগুলি নির্বাচনে এটি একমাত্র  সমাধান নয়। আপনার উদ্দেশ্যের সাথে মেলানো উচিত, প্রকল্পের  প্রকার  এবং আপনার বাজেট অনুসারে । তাই  নির্ধারণ করুন যে টুলটি সবচেয়ে ভালো এবং সহজে ব্যবহার করতে পারবেন।


Comments (0)

Share

Share this post with others

অনলাইন কোর্সে ১০০% স্কলারশিপের সুযোগ

অনলাইন কোর্সে ১০০% স্কলারশিপের সুযোগ

আসন সংখ্যার উপর ভিত্তি করে ইউ ওয়াই ল্যাবের সকল অনলাইন কোর্সে পাবেন ১০০% স্কলারশিপ! আসন নিশ্চিত করতে রেজিঃ করুন এখনই।