বর্তমান সময়ে কমিউনিকেশন স্কিল এর গুরুত্ব

Created by UY LAB in News 15 Oct 2023
Share



কার্যকর কমিউনিকেশন স্কিল সফল ব্যক্তিগত এবং পেশাদার সম্পর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চিন্তাভাবনা, ধারণা এবং অনুভূতিগুলি কার্যকরভাবে প্রকাশ করার করার জন্য কমিউনিকেশন স্কিল যেনোভাবে একজন মানুষকে অনেক বেশি সাহায্য করে। কর্মক্ষেত্রে, একটি পরিবারের মধ্যে বা একটি সামাজিক বৃত্তের মধ্যেই হোক না কেন, ভাল যোগাযোগ হল বোঝাপড়া, সহযোগিতা এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তি।


ভালো যোগাযোগের ক্ষমতা আপনাকে যে কোনো ক্ষেত্রে অন্য অনেক মানুষের থেকে এগিয়ে রাখবে। আপনি এই স্কিলটি কাজে লাগিয়ে মানুষে সাথে ভালো সম্পর্ক তৈরি করতে পারবেন। আপনি যত বেশি মানুষের সাথে পরিচিত হবেন তত বেশি নিজেকে বিকশিত করতে পারবেন যেটি কমিউনিকেশন বা যোগাযোগ স্কিল দ্বারা সম্ভব। 


কমিউনিকেশন স্কিল পরিচিতি :- 


বেসিক বোঝা


যোগাযোগ, এর মূলে, মানুষের মধ্যে তথ্য, চিন্তাভাবনা এবং অনুভূতির বিনিময় জড়িত। এটি এমন একটি গতিশীল প্রক্রিয়া যা কথা বলা, লেখা, শোনা এবং অ-মৌখিক সংকেত বুঝতে মানুষকে সাহায্য করে । কার্যকর যোগাযোগ হল আমাদের বার্তাকে পরিষ্কার এবং সংক্ষিপ্তভাবে প্রেরণ করা, পাশাপাশি অন্যদের বার্তাগুলিকে ব্যাখ্যা করতে এবং বুঝতে আমাদের সাহায্য করে।


যোগাযোগের ধরন


যোগাযোগ বহুমুখী এবং বিভিন্ন আকারে ঘটে:


মৌখিক যোগাযোগ: মৌখিক যোগাযোগ হলো আমরা মুখে কথা বলার মাধ্যমে যে ধরনের যোগাযোগ করে থাকি। সবথেকে জনপ্রিয় এবং কার্যকরী হলো মৌখিক যোগাযোগ 


অ-মৌখিক যোগাযোগ: শব্দ ছাড়া যোগাযোগ করার জন্য শারীরিক ভাষা, অঙ্গভঙ্গি এবং মুখের অভিব্যক্তির ব্যবহার।যা বিশেষ করে যেসব মানুষ কথা বলতে পারে না তারা ব্যবহার করে থাকে। 


লিখিত যোগাযোগ: ইমেল, চিঠি, প্রতিবেদন এবং আরও অনেক কিছু সহ লিখিত শব্দের ব্যবহার।আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি লিখিত যোগাযোগ করে থাকি চ্যাট করার মাধ্যমে। 


ভিজ্যুয়াল কমিউনিকেশন: ছবি, চার্ট, গ্রাফ এবং অন্যান্য ভিজ্যুয়াল সাহায্যের ব্যবহার করে একটি বার্তা মানুষকে বুঝাতে সাহায্য করে। 


আন্তঃব্যক্তিক যোগাযোগ: ব্যক্তিদের মধ্যে যোগাযোগ, যা দুজন ব্যক্তি যখন একে ওপরের সাথে সরাসরি মুখোমুখি হয় তখন সংঘটিত হয়।


গ্রুপ কমিউনিকেশন: একটি গ্রুপ বা দলের মধ্যে যোগাযোগ, প্রায়ই সহযোগিতামূলক সিদ্ধান্ত গ্রহণের জন্য গ্ৰগ্রুপ যোগাযোগের দরকার পড়ে।  


গণযোগাযোগ: সংবাদপত্র, টিভি, রেডিও বা ইন্টারনেটের মতো বিভিন্ন মিডিয়া আউটলেটের মাধ্যমে অনেকের সাথে যোগাযোগ।


পেশাগত জীবনে কমিউনিকেশন স্কিল এর গুরুত্ব


পেশাদার বিশ্বে বর্তমানে কার্যকর যোগাযোগ বা মৌলিক দক্ষতা একটি প্রতিষ্ঠানের সাফল্য বৃদ্ধিতে অনেকবেশি সাহায্য করে।


কর্মক্ষেত্রের উৎপাদনশীলতা বৃদ্ধি করা


যখন কর্মক্ষেত্রের মধ্যে পরিষ্কার এবং সুনির্দিষ্ট কমিউনিকেশন নিশ্চিত হয় তখন যেকোনো প্রকল্পগুলি দক্ষতার সাথে সম্পন্ন হয়, তখন উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, যা প্রতিষ্ঠানের লক্ষ্যগুলি অর্জনের জন্য সাহায্য করে।


দ্বন্দ্ব এবং মতবিরোধ 


যে কোনো কর্মক্ষেত্রে দ্বন্দ্ব দেখা দিতে পারে। কার্যকর যোগাযোগ গঠনমূলকভাবে এই বিরোধগুলি সমাধানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যখন মানুষ তাদের উদ্বেগ প্রকাশ করতে পারে, অন্যদের কথা শুনতে পারে এবং সমাধানের জন্য কাজ করতে পারে, তখন অফিস কার্যক্রম সুন্দরভাবে পরিচালিত হয়। 


উন্নত ক্যারিয়ারের সুযোগ


কমিউনিকেশন স্কিল ভাল থাকলে ক্যারিয়ার অ্যাডভান্সমেন্ট বিষয়টি নিশ্চিত করা সোজা হয়ে যায়। ইন্টারভিউ থেকে প্রতিদিনের ইন্টারঅ্যাকশন পর্যন্ত, চিন্তাভাবনা, ধারণা এবং লক্ষ্য প্রকাশ করার ক্ষমতা নিয়োগকর্তাদের প্রভাবিত করে এবং নতুন সুযোগ এবং কর্মজীবন বৃদ্ধির দরজা খুলে দেয়।


ব্যক্তিগত সম্পর্কের মধ্যে যোগাযোগের দক্ষতা


ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে কার্যকর যোগাযোগ সমানভাবে গুরুত্বপূর্ণ, আমরা আর মাধ্যমে পরিবার, বন্ধুবান্ধব এবং অংশীদারদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতে পারি। 


পারিবারিক বন্ধন শক্তিশালী করা


একটি পরিবারের মধ্যে ভাল যোগাযোগ বোঝাপড়া এবং একতা বৃদ্ধি করে। যখন পরিবারের সদস্যরা খোলাখুলিভাবে তাদের চিন্তাভাবনা এবং অনুভূতি শেয়ার করে, তখন এটি একটি পারিবারিক সম্পর্ক বন্ধনকে শক্তিশালী করে।


ভালো বন্ধুত্ব তৈরিতে সাহায্য করে 


বন্ধুত্ব তৈরির মাধ্যমই হলো যোগাযোগ। আমরা যেকোনো মানুষের সাথে মিশতে যা বন্ধুত্ব তৈরী করতে কমিউনিকেশন সবথেকে বেশি কাজে লাগে। 


পারস্পরিক সম্পর্ক শক্তিশালী করতে 


যোগাযোগ একটি সফল রোমান্টিক সম্পর্কের ভিত্তি। আপনি আপনার সঙ্গীর সাথে যত বেশি সুন্দর করে কথা বলতে পারবেন আপনাদের মধ্যে পারস্পরিক বোঝাপাড়া দিনে দিনে আরো অনেক বেশি সুন্দর হবে।এতে করে প্রেম প্রকাশ, দ্বন্দ্ব সমাধান করা এবং একে অপরের চাহিদা ও আকাঙ্ক্ষা বোঝার মতো সম্পর্ক তৈরি হবে। কার্যকর যোগাযোগ একটি সুখী এবং দীর্ঘস্থায়ী অংশীদারিত্বের চাবিকাঠি।একে ওপরের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে নিজেদের মধ্যে ভালো যোগাযোগ থাকাটা গুরুত্বপূর্ণ। যা একটি সম্পর্ককে গাঢ় করতে অনেক বেশি কার্যকরী।তাই যে কোনো সম্পর্কের জন্য ভালো যোগাযোগের স্কিল থাকাটা সম্পর্ককে অনেক বেশি রোমান্টিক করে তুলে। 


ডিজিটাল যুগে যোগাযোগ


আজকের এই ডিজিটাল যুগে, ডিজিটাল প্ল্যাটফর্মের আধিক্যের কারণে বর্তমানে যোগাযোগ ব্যবস্থা অনেক বেশি সহজ হয়ে গিয়েছে আর তাই আপনি অনলাইনের মাধ্যমে যোগাযোগ করে নিজের স্কিল বাড়িয়ে নিতে পারেন।ডিজিটাল এই যুগের জন্য তাই প্রতিটি মানুষের উচিত নিজেদের ডিজিটাল মাধ্যম কাজে লাগিয়ে যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করা। 


সোশ্যাল মিডিয়ার প্রভাব


সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন এনেছে, যা মানুষকে পুরো পৃথিবীর সাথে যোগাযোগের সুব্যবস্থা করে দিয়েছে। যাইহোক তাই বর্তমানে সোশ্যাল মিডিয়া কাজে লাগিয়ে অনেক মানুষে সাথে যোগাযোগ করা করা যায় যার ফলে যোগাযোগের দক্ষতা বৃদ্ধি পাবে। 


ইমেইল এবং অনলাইন যোগাযোগ


ইমেল এবং অন্যান্য অনলাইন যোগাযোগের মাধ্যমগুলি আমাদের পেশাদার জীবনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। স্পষ্ট, সংক্ষিপ্ত এবং পেশাদার, আমাদের বার্তাকে সঠিকভাবে প্রতিফলিত করে এমন ইমেল তৈরি করা অপরিহার্য।


ভার্চুয়াল এবং ফেস-টু-ফেস ইন্টারঅ্যাকশনের ভারসাম্য বজায় রাখা


ডিজিটাল যুগে, ভার্চুয়াল যোগাযোগ এবং মুখোমুখি যোগাযোগের মধ্যে একটি ভারসাম্য খুঁজে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও অনলাইন যোগাযোগ সুবিধা প্রদান করে, কিন্তু সেটি অনেক ক্ষেত্রে সরাসরি যোগাযোগের জন্য কাজে লাগে না ।


কার্যকর মৌখিক যোগাযোগ


কার্যকর মৌখিক যোগাযোগ শুধুমাত্র কথা বলার ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে। যে যত ভালো কথা বলতে পারে তার মানুষের সাথে যোগাযোগ স্থাপন তার জন্য তত বেশি সহজ। 


স্বচ্ছতা এবং স্বর


আপনার যোগাযোগে মধ্যে স্পষ্ট কথা বলাটা অনেক বেশি দরকারি কেননা আপনি কোনো মানুষকে কোনো বিষয় বুঝাতে হলে তাকে স্পষ্ট কথা বলে সেটি বুঝাতে হবে। তাছাড়া আপনি যখন কথা বলবেন আপনার কথার টোন ক্লিয়ার থাকা উচিত। তবেই আপনি মানুষকে যেকোনো বিষয় সহজে বুঝাতে সক্ষম হবেন 



সর্বোপরি, মানুষ যদি তার কমিউনিকেশন বা যোগাযোগ স্কিল বাড়াতে পারে তবে একজন মানুষ কঠিন অনেক পরিস্থিতিতে নিজে এই স্কিলটি কাজে লাগিয়ে কথা বলার মাধ্যমে অনেক সমস্যার সমাধান করতে পারবে। তাছাড়াও যেকোনো চাকরি বা পেশাদার জায়গাগুলোতেও বর্তমানে কমিউনিকেশনের অনেক বেশি চাহিদা রয়েছে অনেক কোম্পানি বর্তমানে ভালো কমুনিকেটে করতে পারে তেমন মানুষ তাদের প্রতিষ্ঠানে নিয়োগ দে যাতে করে কাস্টমারদের সে সুন্দরভাবে ম্যানেজ করে বিক্রি বাড়াতে পারে। তাই নিজের কমিউনিকেশন স্কিল বৃদ্ধিতে আজকে থেকেই কাজ শুরু করে দিন। 


Comments (0)

Share

Share this post with others

অনলাইন কোর্সে ১০০% স্কলারশিপের সুযোগ

অনলাইন কোর্সে ১০০% স্কলারশিপের সুযোগ

আসন সংখ্যার উপর ভিত্তি করে ইউ ওয়াই ল্যাবের সকল অনলাইন কোর্সে পাবেন ১০০% স্কলারশিপ! আসন নিশ্চিত করতে রেজিঃ করুন এখনই।