ফেসবুক পিক্সেল হচ্ছে একটি জাভা স্ক্রিপ্ট কোড। কোনও একটি ফেসবুক পেইজ থেকে যখন অ্যাড ক্যাম্পেইন রান করা হয়, তখন পিক্সেল এর মাধ্যমে ফেসবুক তার প্রিভিয়াস ডেটা থেকে বা কারেন্ট ফেসবুক পেইজ এর ডেটা থেকে অ্যাড এর অবজেক্টিভ অনুযায়ী ডেটা কালেক্ট করে। ডেটা গুলো কে অপ্টিমাইজড করে একুরেট ডেটা ছেঁকে বের করার যে প্রক্রিয়া টি সম্পন্ন হয়ে থাকে, সেটি করে থাকে এই পিক্সেল।