আমার পাশের বাসার একটা বড় আপু বাসায় বসে অনলাইন এ আউটসোর্স করে, আমাকে বলছে , "সুব্বুহুন, তুমি লোগো ডিজাইন এর কাজ শিখলে তোমাকে আমি কাজ দিতে পারব", সে আমাকে বলছে প্রতি মাসে ১৮,০০০ টাকা বেতন দিবে। আমি বুঝতে চাচ্ছি, লোগো ডিজাইন কি ?
লোগো এর আক্ষরিক অর্থ সিম্বল। বাংলা ভাষায় যাকে প্রতীক বলা হয়। লোগো ডিজাইন বেশ ক্রিয়েটিভ একটি কাজ। লোগো ডিজাইন করার জন্য এডোবি ইলাস্ট্রেটর এই সফটওয়্যার টি জানা থাকলেই এবং রেগুলার প্র্যাকটিস করতে থাকলে আপনি বিভিন্ন ধরনের প্রতীক বা সিম্বল তৈরি করতে পারবেন। আপনাকে প্রথম অবস্থায় সফট ওয়্যার এর টুলস গুলো সম্পর্কে বেশ ভাল ভাবে জানা থাকতে হবে।
21 Sep 2023 | 08:53 am
0
Likes
Login to reply
Please login to reply to this topic
Report
অনলাইন কোর্সে ১০০% স্কলারশিপের সুযোগ
আসন সংখ্যার উপর ভিত্তি করে ইউ ওয়াই ল্যাবের সকল অনলাইন কোর্সে পাবেন ১০০% স্কলারশিপ! আসন নিশ্চিত করতে রেজিঃ করুন এখনই।