আমি ফাইভার এ একটা গিগ তৈরি করে ক্লায়েন্ট সার্ভিস দিতে চাই, এডোবি ফটোশপ এর কাজ শিখলে আমার পক্ষে কোন কোন ধরনের ফ্রিলান্স ওয়ার্ক করা সম্ভব? বর্তমান সময়ে মার্কেট ডিমান্ড এবং ক্লায়েন্ট রিকুয়ারমেন্ট এর বিষয়ে জানতে চাচ্ছি ।
এডোবি ফটোশপ সফট ওয়্যার টি পরিপূর্ণ ভাবে শিখতে পারলে আপনি ইমেজ ইডিটিং, ইমেজ মেনুপুলেশন , ওয়েবসাইট এর ইন্টারফেইস ডিজাইন সহ ক্রিয়েটিভ প্রেজেন্টেশন যেগুলো মোকআপ নাম এ পরিচিত, এই কাজ গুলো আপনি অনায়াশেই করতে পারবেন। যেহেতু এডোবি ফটোশপ কে ইমেজ ইডিটিং সফটওয়্যার বলা হয়, তাই বিশেষ করে ইমেজ রিলেটেড যে কোনও কাজ আপনি এই সফটওয়্যার দিয়ে করতে পারবেন। এই কাজ গুলোর ডিমান্ড অনেক বেশি থাকায় আপনি যদি এক্সপার্ট হিসেবে নিজেকে প্রমাণ করতে পারেন , তাহলে ফাইভার গিগ তৈরি করে সার্ভিস সেল করতে পারবেন। এছাড়া আরও অনেক ধরণের মার্কেটপ্লেস এ আপনি কাজ করার সুযোগ পাবেন।
আসন সংখ্যার উপর ভিত্তি করে ইউ ওয়াই ল্যাবের সকল অনলাইন কোর্সে পাবেন ১০০% স্কলারশিপ! আসন নিশ্চিত করতে রেজিঃ করুন এখনই।